২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ থাকলেও ফের আবার ০২ ফেব্রুয়ারি থেকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থীদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।
করোনাভাইরাসের প্রকোপে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল । করোনাভাইরাসের প্রকোপ কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা হয় এবং শিক্ষাক্রম চালু করা হয় কিন্তু ফের করোনাভাইরাসের প্রকোপ বাড়ার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ অবস্থায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইমেন্ট কার্যক্রম আবারও চালু করা হয়।