২০১৯ সালের ডিগ্রী ৩য় বর্ষ (২০১৬-১৭ সেশন) নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার ফলাফল প্রকাশ

২০১৯ সালের ডিগ্রী ৩য় বর্ষ (২০১৬-১৭ সেশন) নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রী ৩য় বর্ষ (২০১৬-১৭ সেশন) নিয়মিত ও অনিয়মিত, মান উন্নয়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

 

৯ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাতে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০১৯ সালের ডিগ্রী ৩য় বর্ষ (২০১৬-১৭ সেশন) নিয়মিত ও অনিয়মিত পরীক্ষায়

সারাদেশে ১৮৫৯ টি কলেজের ৭০১ টি কেন্দ্রে সর্বমোট ১৯৯০৯১ জন (নিয়িমিত, অনিয়মিত ও মান উন্নয়সহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজিস্ব ওয়েবসাইটে । অদ্য ফলাফল রাত ৮:০০ থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজিস্ব ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে প্রকাশিত ফলাফল পাওয়া যাবে।

২০১৯ সালের ডিগ্রী ৩য় বর্ষ (২০১৬-১৭ সেশন) নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার ফলাফল প্রকাশ

অনলাইনে রিজাল্ট/ফলাফল দেখার নিয়মগুলি নিচে ছবি আকারে দেওয়া আছে:

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd)- অথবা Degree Exam Result 2019 (nubd.info) এই লিংকে প্রবেশ করুন।

 

 

  •   তারপর “Degree” অপশনে ক্লিক করুন।

 

  •  আপনার রেজিষ্ট্রেশন নম্বর দিন যেমন: 12***68
  •  Exam Year “2018” সিলেক্ট করুন তারপর ছবি আকারে একটি কোড দেয়া থাকবে সেটি enter the code above here box এ লিখে সর্ব শেষ Search Result বাটনে ক্লিক করুন
  • আশাকরি তারপর আপনার ফলাফল প্রদর্শিত হবে।

 

মোবাইল এর মাধ্যমে ফলাফল দেখতে যা করবেন:

  • প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে যেয়ে এসএমএস টাইপ করুন:  NU ‍<Space> DEG <Space> Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন।
  • পরবর্তীতে  ফেরত একটি ম্যাসেজ পাবেন যেখানে আপনার ফলাফল জানিয়ে দিবে।

 

 

 

 

About ja-bd-info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *