পাচারের সময় সীমান্তে ১৫ ময়ূর উদ্ধার -আটক ২

সাতক্ষীরা সদর থানার ওসি মিঃ দেলোয়ার হোসেন একটি গোপন সংবাদ পেয়ে সীমান্তের জামতলা এলাকায় উপস্থিত হন। তারপর তিনি ও তার টিম একটি আম বাগানে মধ্যে মাইক্রোবাসের সিটের তলা থেকে ১৫ টি ময়ূর উদ্ধার সহ ২ জন পাঁচরকারীকে আটক করেন। ২৭ সেপ্টেম্বর রোজ সোমবার বিকেলে আদালতের নির্দেশে ময়ূরগুলো বনবিভাগের কাছে হন্তান্তর করেন। খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী জানান, আদালতের নির্দেশ পেলে উদ্ধার করা ময়ূরগুলো সাফারি পার্কে রাখা হবে। তিনি আরও জানান, বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অনুমতি ছাড়া ময়ূর সংরক্ষণ ও বেচাকেনার কোনো সুযোগ নেই। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করে অভিযুক্ত ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বিভিন্ন চাকরির খবরা-খবর পেতে সাথে ভিজিট করুন www.jabdinfo.com

About ja-bd-info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *