বোলারদের অসামান্য নৈপণ্যে প্রথম বারের মত টি ২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩ রানের জয় তুলে নেয় টায়গাররা। ম্যাচে নাসুমের ঘুর্ণিতে দিশাহারা হয়ে পরে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটম্যান্সরা। ম্যাচে ৪ উইকেট নেয় নাসুম আহমেদ, এছাড়া শরিফুল নেয় ২ উইকেট, এতে অস্ট্রেলিয়া ১০৮ রানে অলআউট হয়ে যায়। এর আগে টচে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাইম শেখের ৩০, আফিফ হোসেনের ২৩ রানের সুবাদে ৭ উইকেটে ১৩১ রান করে বাংলাদেশ।
বিভিন্ন চাকরির খবরা-খচর পেতে ভিজিট করুন www.jabdinfo.com