জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০২০-২১ সেশনের ডিগ্রি ১ম বর্ষের ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ই ফেব্রুয়ারী ২০২২ তারিখে বিকাল ৪টা থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০২০-২১ সেশনের ডিগ্রি ১ম বর্ষে যে সকল শীক্ষার্থী ১ম/২য়/কোটা মেরিট লিস্টে চান্স পায়নি সে সকল শীক্ষার্থীদের জন্য সু-খরব। জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম/২য়/কোটা মেরিট লিস্টে চান্স না পাওয়া শিক্ষার্থীদের অন্য কলেজে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ তৈরি করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০২০-২১ সেশনের ডিগ্রিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করুন আগামী ১৭ই ফেব্রুয়ারী ২০২২ তারিখ রাত ১১:৫৯ টার মধ্যে।
যে সকল আবেদনকারী বা শিক্ষার্থী ( ১ম/২য়/কোটা মেরিট লিস্টে চান্স পায়নি কিংবা মেরিট লিস্টে চান্স পেয়েও ভর্তি হয়নি অথবা মেরিট লিস্টে চার্ন্স পেয়ে ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী ডিগ্রি ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।) জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০২০-২১ সেশনের ডিগ্রি ১ম বর্ষে হতে পারেননি তাদের জন্য থাকছে এই সুযোগ।
বিঃ দ্রঃ কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না