জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। অদ্য ০১/০২/২০২২ তারিখে পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি এতদ্বারা প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার  সঙ্গতি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে তা নিম্ন-স্বাক্ষরকারী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে লিখিত ভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোন প্রকার আপত্তি/অভিযোগ গ্রহন করা হবে না বলে জানানো হয়েছে। বিস্তারিত দেখুন নিচের পিডিএফ আকারে দেওয়া তথ্যটি পড়ে।

অনলাইনে রিজাল্ট/ফলাফল দেখতে নিচের ছবিটিতে ক্লিক করুন:

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd)-এ প্রবেশ করুন।

 

  •   তারপর “Masters” Master’s Preli অপশনে ক্লিক করুন।

 

 

  •  আপনার মাস্টার্স কোর্সের রেজিষ্ট্রেশন নং দিন যেমন: 12***68
  •  Exam Year “2018” সিলেক্ট করুন তারপর ছবি আকারে একটি কোড দেয়া থাকবে সেটি enter the code above here box এ লিখে সর্ব শেষ Search Result বাটনে ক্লিক করুন
  • আশাকরি তারপর আপনার ফলাফল প্রদর্শিত হবে।

এসএমএস এর মাধ্যমে ফলাফল যেভাবে দেখবেন:

NU [space] MP [space] Roll no Send SMS to 16222
Example: NU MP 75***876

About ja-bd-info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *