অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টায়গারদের ব্যাক ২ ব্যাক জয়

ব্যাটসম্যানদের অসামান্য নৈপণ্যে টি-টোয়েন্টির ২য় ম্যাচেও অস্ট্রেলিয়াকে বধ বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ বল হাতে থাকতেই ৫ উইকের জয় তুলে নেয় টায়গাররা। ম্যাচে আফিফ ও রুহুলের দূরদান্ত ব্যাটিং এ দিশাহারা হয়ে পরে অস্ট্রেলিয়ার বোলাররা। ম্যাচে ৪ উইকেট নেয় নাসুম আহমেদ, এছাড়া শরিফুল নেয় ২ উইকেট, এতে অস্ট্রেলিয়া ১০৮ রানে অলআউট হয়ে যায়। এর আগে টচে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাইম শেখের ৩০, আফিফ হোসেনের ২৩ রানের সুবাদে ৭ উইকেটে ১৩১ রান করে বাংলাদেশ। 

বিভিন্ন চাকরির খবরা-খচর পেতে ভিজিট করুন www.jabdinfo.com

About ja-bd-info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *